প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৫, ২০২১ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৪ জন। এরা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
করোনায় মারা যাওয়ারা হলেন, আবুল কাসেম, ৮০ বছর, ভালুকা, ময়মনসিংহ। আবু আলি, ৮৭ বছর, সদর, ময়মনসিংহ। আমেনা বেগম, ৯০ বছর, গফরগাঁও, ময়মনসিংহ। আব্দুল মোতালেব, ৬৫ বছর, ত্রিশাল, ময়মনসিংহ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৬ জন মারা যায়। যারা মারা গেছেন তারা হলেন- মজিদা খাতুন, ৭০ বছর, ত্রিশাল, ময়মনসিংহ। ইন্তাজ আলি, ৭৫ বছর, জামালপুর। সালমা, ৭০ বছর, ভালুকা, ময়মনসিংহ। আব্দুর রহমান, ৭২ বছর, হালুয়াঘাট, ময়মনসিংহ। আনোয়ারা বেগম, ৫০ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ। নাসরিন, ৩০ বছর, সদর, ময়মনসিংহ।
ডা.মহিউদ্দিন খান মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।