প্রকাশিত হয়েছেঃ জুলাই ৭, ২০২৩ সময়ঃ ৯:৫০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সুইডেনে রাষ্ট্রীয় মদদে কোরআন পোড়ানো ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাঁচবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ জুলাই) বাদ আছর উপজেলার পাঁচবাগ ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনতা আয়োজনে
নলচিড়া পালের বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনসারনগর মাদ্রাসা মাঠে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নূরুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা ইসহাক, মাওলানা সাকলান, মোঃ নূরুল ইসলাম প্রমূখ। পরে এক দোয়া অনুষ্ঠিত হয়।