প্রকাশিত হয়েছেঃ জুন ১, ২০২১ সময়ঃ ৯:২৭ অপরাহ্ণ
জহিরুল কাদের কবীর, ত্রিশাল :-
৩০মে রবিবার রাতে ময়মনসিংহের ত্রিশালে কাঁঠাল ইউনিয়নে স্থানীয় নওহেলাল ক্লাবের উদ্যোগে জাহিদ ফাউন্ডেশন সহযোগিতায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তজার্তিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম সম্প্রতি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তজার্তিক আইনে পিএইচডি ডিগ্রী অর্জন করায় তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ড. মজিবুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম এর পিতা, আওয়ামীলীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, কাঁাঠাল ইউপিঃ চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, কানিহারী ইউপিঃ চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান মাস্টার জাহিদ ফাউন্ডেশন এর উপদেষ্টা আঃ মতিন মেম্বার, নওহেলাল ক্লাবের উপদেষ্টা রতন সরকার, সভাপতি রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক হারুন রশিদ প্রমুখ।
এই গণসংবর্ধনায় সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলমকে ফুলের শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক তুলে দিলেন জাহিদ ফাউন্ডেশন এর ময়মনসিংহের মহাসচিব জসীম উদ্দীন।