প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৩, ২০২১ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৩ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকায় ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে। এ ঘটনায় মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর পিতা ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মল্লিকবাড়ি শহীদ নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়া ও বাড়ির আশেপাশে একা পেলেই প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিতো তাদেরই প্রতিবেশী নয়নপুর গ্রামের ইছব আলীর বখাটে ছেলে জুয়েল মিয়া (২১)। ঘটনার দিন গত শুক্রবার সন্ধ্যা রাতে ওই স্কুল ছাত্রী তার নানার বাড়ি থেকে নিজের বাড়িতে আসার সময় আগে থেকেই উঁৎ পেতে থাকা বখাটে জুয়েল ওই ছাত্রীকে ঝাপটে ধরে পাশের আখ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই মেয়ের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বখাটে জুয়েল দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রোববার দুপুরে মেয়ের বাবা বাদি হয়ে জুয়েল মিয়াকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। ভিক্টিমকে ডাক্তারি পরিক্ষার জন্য। ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে। আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।