বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৩, ২০২১ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক,২৩ আগস্টঃ
টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সজীব ওরফে কেরান্সি সজীব (২৪) ও তার সহযোগী বাবু ওরফে বুককাটা বাবুকে (২৬) গ্রেফতার করেছে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ। স্থানীয় আউচপাড়া মৃত্তিবাড়ি এলাকায় ২২ আগস্ট রোববার রাত সোয়া ৩টায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, হ্যাকসো ব্লেড ও হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এদেরকে গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ- জিএমপি টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম সোমবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে জানান, রোববার রাত সোয়া ৩টায় টঙ্গী পশ্চিম থানাধীন মৃত্তিবাড়ি শ্মশানঘাট এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের ৭-৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই সদস্য টঙ্গীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সজীব ওরফে কেরান্সি সজীব ও তার সহযোগী বাবু ওরফে বুককাটা বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযান চলাকালে এদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসী সজীব ও বাবুর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় সোমবার তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসী সজীব ও বাবুকে সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এদিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া ও দেওড়া এলাকার (৫৪ ও ৫৩ নম্বর ওয়ার্ড) বাসিন্দারা জানান, সন্ত্রাসী সজীব বাহিনীর ভয়ে তারা রীতিমত আতঙ্কে থাকতেন। এদের ভয়ে বহুতল আবাসিক ভবনগুলোতে কোন নিরাপত্তা রক্ষী থাকতে চাইতেন না। সুযোগ পেলেই নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসা-বাড়িতে ঢুকে এরা লুটপাট চালাতো।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com