প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩, ২০২৩ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলের দাম কমিয়ে ৯৯৯টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বোতলটির দাম ছিলো এক হাজার ৭৪ টাকা। সে হিসেবেদাম কমেছে ৭৫ টাকা।
সোমবার (৩ জুলাই) নতুন এই দর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জিরেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সোমবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হবে।এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলের দাম এক হাজার ২৩৩ টাকা থেকেকমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিলো। তখন দাম কমেছিল ১৫৯ টাকা।
সংস্থা থেকে বলা হয়েছে, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিলো কোম্পানিগুলোরইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানির দাম নির্ধারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকেভিত্তি হিসেবে ধরা হবে। ফলে সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্যও ওঠানামা করবে। তবে এক্ষেত্রে অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। সেই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজিরদর ঘোষণা করে আসছে বিইআরসি।