প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২২, ২০২১ সময়ঃ ১০:১২ অপরাহ্ণ
জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের সাতগাঁও এ ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে, গত ২১আগস্ট শনিবার আনুমানিক রাত ১১.৪৫ ঘঠিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসারসহ এক দল গোয়েন্দা পুলিশ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁওস্থ এলাকা থেতে গাঁজা ব্যাবসায়ী সুন্দর আলী কে আটক করে। জেলার শ্রীমঙ্গল উপজেলার,সাতগাঁও এর মৃত খুরশেদ আলীর পুত্র সুন্দর আলী (২৯) নামক এক যুবক।আটক কৃত মাদক ব্যাবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইনে মামলা চলমান।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান সত্যতা নিশ্চিত করেন।