প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২০, ২০২১ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ময়মনসিংহের ও নেত্রকোনার ২ জন। তারা হলেন, মিম, ১৭ বছর, সদর, ময়মনসিংহ।আব্দুল বারেক, ৭৫ বছর ,গফরগাঁও, ময়মনসিংহ । বিধু ভুসান, ৭০ বছর, ময়মনসিংহ। শামিমা রুমান, ৪৭ বছর, সদর, নেত্রকোনা। রঞ্জিত রায় চৌধুরী, ৭১ বছর, নেত্রকোনা।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন, নেত্রকোনার ২ জন, জামালপুর ও কিশোরগঞ্জে একজন করে রয়েছেন। তারা হলেন, তাহের উদ্দিন, ৬৫ বছর, গফরগাঁও, ময়মনসিংহ। আব্দুর রাজ্জাক, ৭৫ বছর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ রানা পাল, ৫৫ বছর, কিশোরগঞ্জ। ফুল মিঞা, ৭০ বছর, সদর, নেত্রকোনা। ইসলাম উদ্দিন, ৬৫ বছর, পুর্বধলা, নেত্রকোনা। জোবেদা, ৬৫ বছর, বকশিগঞ্জ, জামালপুর। সালাম, ৫০ বছর, গফরগাঁও , ময়মনসিংহ। নজরুল ইসলাম, ৭০ বছর, গৌরিপুর, ময়মনসিংহ।