প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২০, ২০২১ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নে ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— আব্দুল মজিদ সরকার (৫৫) ও তার ছেলে মাহমুদুল হাসান (১২)।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।
শুক্রবার (২০ আগস্ট) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ওই এলাকার নূর মোহাম্মদের ফিশারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন আব্দুল মজিদ। অন্যান্য দিনের মত সন্ধ্যার পর ছেলেকে নিয়ে ফিশারিতে কাজ করতে যান তিনি। এসময় ফিশারির পাড়ে ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যায় মজিদ। এরপর বাবাকে ছাড়াতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এই পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।