প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৭, ২০২১ সময়ঃ ১০:৫৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১৭ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালের ডাক্তার ও স্টাফদের পিকনিকের ট্রলারের সাথে বালুবাহি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অমিত কুমার রায় নামে এক মেডিক্যাল অফিসার নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার উরাহাটি গ্রামের ত্রিমোহনী নামক এলাকায় খিরু নদীতে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালের ডাক্তার ও স্টাফদের ২১ জন লোক পিকনিকের উদ্দেশ্যে ট্রলারযোগে খিরুনদী দিয়ে ভাটি এলাকায় যান। রাতে পিকনিক শেষে ভালুকায় আসার সময় উপজেলার উরাহাটি গ্রামের ত্রিমোহনী এলাকায় পৌছলে বিপুরীতদিক থেকে আসা বালুবাহি অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকনিকের ট্রলারটি উল্টে গিয়ে প্রায় সকলেই নদী থেকে তীরে উঠে আসলেও হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার অমিত কুমার রায় নিখোঁজ হন। এই রিপোর্ট লোখা পর্যন্ত (রাত সাড়ে ১০ টা) নিখোঁজ ডাক্তারকে উদ্ধারে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরীদল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ট্রলারের সংঘর্ষের ঘটনায় ভালুকা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার অমিত কুমার রায় নিখোঁজ রয়েছেন। ফায়ারসার্ভিসের ডুবুরীদল উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।