প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৫, ২০২১ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ১৫ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকায় রোববার (১৫আগস্ট) উপজেলা প্রশাসন ও আ’লীগের বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মসূচীর মাঝে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, গাছের চারা ও চেক বিতরণ।
এ সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আ’লীগের সদস্য এম,এ ওয়াহেদ,৩নং ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, প্রশাসনিক কর্মকর্তা,আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।