বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৪, ২০২১ সময়ঃ ১২:৫৪ অপরাহ্ণ

মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি,১৪ আগষ্টঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে মারা যান।
শনিবার  (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শুক্রবার  সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটটিতে দশজন কোভিড পজিটিভ রোগী মারা যান। এরা হলেন, আব্দুল মালেক, ৫৫ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ।খলিন্দ্র চন্দ্র, ৮০ বছর, সদর, নেত্রকোনা। খোদেজা, ৫৫ বছর, আকুয়া, সদর, ময়মনসিংহ। মর্জিনা, ৬৫ বছর, সদর, ময়মনসিংহ। আবুল সালেহ, ৭০ বছর, নালিতাবাড়ি, শেরপুর।খাদিজা বেগম, ৭০ বছর, ময়মনসিংহ। রিয়াজুল, ৪৫ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ।সুফিয়া, ৪৫ বছর, সদর, ময়মনসিংহ। কোহিনূর বেগম, ৬৫ বছর, তারাকান্দা, ময়মনসিংহ।আব্দুল মতিন, ৭০ বছর, হালুয়াঘাট, ময়মনসিংহ।
এ ছাড়া এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তের জন। সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে মারা যাওয়ারা হলেন, ফারুক, ৩৬ বছর, সদর, ময়মনসিংহ। সাকিনা বেগম, ৫৫ বছর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। মোজাম্মেল, ৬৫  বছর, সদর, শেরপুর। গোলাম কিবরিয়া, ৬০ বছর, সদর, ময়মনসিংহ। রাবেয়া, ৭০ বছর, সদর, ময়মনসিংহ। আহমেদ, ৫৬ বছর, নেত্রকোনা । আব্দুল গফুর, ৮৫ বছর, টাংগাইল । আসিরন, ৬০ বছর, সদর, ময়মনসিংহ। মোঃ বিল্লাল উদ্দিন, ৬০ বছর, জামালপুর। হাজেরা খাতুন, ৬৫ বছর, সদর, নেত্রকোনা। মঞ্জুরুল হক, ৬৫ বছর, নেত্রকোনা। রোজি আক্তার, ৫০ বছর, সদর, ময়মনসিংহ। আব্দুল রাজ্জাক, ৭০ বছর, সদর, ময়মনসিংহ।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৯৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com