প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১০, ২০২১ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ১০ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলা ধলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদি হয়ে সোমবার (৯আগস্ট) রাতে দুই যুবককে আসামী করে মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায়, ধর্ষিতার পিতা গত তিন বছর ধরে সপরিবারে কেয়ারটেকার হিসেবে উপজেলার ধলিয়া গ্রামের আনিছুর রহমান বাদলের বাড়িতে থেকে মাছের খামারে কাজ করতেন। ধলিয়া গ্রামের শামছুল হকের ছেলে জহির খামার মালিকের গাড়ি চালানোর পাশাপাশি খামারে মাছের খাদ্য আনা নেয়ার কাজ করতো। গত ৩০ জুলাই মধ্যরাতে ড্রাইভার জহির প্রতিদিনকার মতো ওই বাড়িতে গিয়ে মাছের খামারে খাদ্য দেয়ার কথা বলে দরজা খোলার জন্য ডাক দেয়। এ সময় ভিকটিমের মা ঘুমিয়ে থাকার কারণে সেই ঘরের দরজা খুলে দেয়। এ সময় জহির (২৬) একই গ্রামের শহিদ পাঠানের ছেলে নাদিমকে (২৭) নিয়ে ভিকটিমের মুখ কাপড় দিয়ে বেঁধে বাড়ির পাশে একটি নির্জণ স্থানে নিয়ে যায় এবং উভয়ে পর্যায়ক্রমে পালাক্রমে ধর্ষণের পর ভিকটিমকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। বাড়িতে আসার পর ঘটনাটি ভিকটিম তার বাবা ও মাকে ঘটনাটি জানালে তঁার বাবা উচ্চ রক্তচাপ ওঠে সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন। ভিকটিমের বাবা গত ৮দিন ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর সোমবার রাতে অভিযুক্ত জহির ও নাদিমকে আসামী করে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণ ঘটনায় দুইজনকে আসামি করে ভিকটিমের বাবা মামলা করেছেন। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।