বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১০, ২০২১ সময়ঃ ৭:৪৫ পূর্বাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে কোভিড-১৯ (মর্ডানা) গণটিকা কার্যক্রমের সফল সমাপ্তি হয়েছে। সোমবার ( ৯ আগষ্ট) ১৯ হাজার ৮০০ জনের টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৪ হাজার ৫১১ জনকে টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।
গত ০৭ আগস্ট থেকে শুরু হওয়া টিকা ক্যাম্পেইনে ৩৩টি ওয়ার্ডের ৩৩টি কেন্দ্রের ৬৬ টি বুথে  ৫৯ হাজার ৪০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ০৭ আগস্টে ১৭ হাজার ৫৩ জন, ৮ আগস্ট ২০ হাজার ৩৭৫ জন এবং আজ ২৪ হাজার ৫১১ জনসহ সর্বমোট ৬১ হাজার ৯২১ জনকে টিকা প্রদান করা হয়েছে।
মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ কার্যক্রমে জনপ্রতিনিধি, পুলিশবাহিনী, আনসার সদস্য, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিসহ স্বেচ্ছাসেবক, নার্স, টিকাদানকর্মী ও নাগরিকগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মেয়র এ প্রসঙ্গে বলেন, সকলের সহযোগিতায় এ পর্যায়ের গণটিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গণটিকা প্রদানের ফলে নাগরিকগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপন দেখা গেছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে টিকাদান সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ সময় মেয়র গণটিকা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণকে সুরক্ষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশবাসী নিরাপদ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com