প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩১, ২০২১ সময়ঃ ১২:১৪ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি,৩১ জুলাইঃ
ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার বরুকা গ্রামের নিজ ছেলের খুনি হাই মাষ্টার সাংবাদিক শফিকুল ইসলাম ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা করে। এমনকি সাংবাদিক শফিকুল ইসলাম এর জায়গা জমি জবরদখল করে ভুগ দখল করতে সম্পত্তির উপর ২০১৯ সালে ময়মনসিংহ সহকারী জজ আদালতে স্বত্বের মামলা করে, ২০২০ সালে পরাজিত হয় এবং আদালত মিথ্যা মামলা করার কারনে তাকে জরিমানা করে। মামলা নং ৮১/১৯।
জানা গেছে আজ ৩০ জুলাই ২০২১ খ্রিঃ শুক্রবার দুপুরে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম এর জমিতে হাই মাষ্টার, মাদক ব্যবসায়ী সাজু ও কবির জোর করে হালচাষ করতে যায়। তখন বাঁধা দিলে সাংবাদিক শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজনের উপর হামলা করে।
এ ঘটনায় সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, এর আগেও হাই মাষ্টার গংদের হাতে আমার ও আমার পরিবারের উপর সন্ত্রাসী হামলার শিকার হই। এমনকি এই সন্ত্রাসীরা এর আগেও আমাদের বাড়িঘর দখল করে ছিল। সেখান থেকে ময়মনসিংহের সাবেক এসপি নুরুল ইসলাম স্যারের নির্দেশে ফুলবাড়িয়ার সাবেক ওসি শেখ কবিরুল ইসলাম ও আমার প্রাণ প্রিয় সাংবাদিকদের সহায়তা বাড়িঘর সবকিছু ফিরে পাই।
এখন আবার তারা আমাদের উপর অত্যাচার শুরু করেছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে বিচার চাই। তা না হলে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজ আমার উপর আবার হাই মাষ্টারসহ সাজু গংরা হামলা করে।