প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৮, ২০২১ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৮ জুলাইঃ
ময়মনসিংহের ভালুকায় লকডাউন না মানায় মঙ্গলবার (২৭জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৪ জনকে ৪৮হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমন নিয়ন্ত্রণে লকডাউনের ৫ম দিনে ভালুকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতে উপজেলা সহাকারী কমিশনার(ভূমি) মোঃ মাইনউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করেন।
এসময় সরকারী নির্দেশনা অমান্য করে মটর সাইকেল,প্রাইভেট গাড়ী চলাচল ও মাস্ক ব্যবহার না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮,দন্ডবিধি-২৬৯ধারায় ৩৪ জন পথচারীকে ৪৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে।