বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৭, ২০২১ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ

মো: জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ৫ জন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার (২৭ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার  সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটটিতে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন ১৯ জন।পাঁচ জনকোভিড পজিটিভ রোগী মারা যাওয়ারা   হলেন,  অজিত পন্ডিত, ৭০ বছর, ফুলপুর, ময়মনসিংহ। আইনুদ্দিন, ৮৫ বছর, জামালপুর। শেখ ফরিদ, ৩২ বছর, নেত্রকোনা।  ফ্রান্সিলা কামা, ৪৬ বছর, ময়মনসিংহ। রহিমা খাতুন, ৪৫ বছর, সদর, ময়মনসিংহ।
গত ২৪ ঘন্টায়  ১৪ জন সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে মারা যান। এরা হলেন, রোমেলা, ৬৫ বছর, নেত্রকোনা। সুফিয়া বেগম, ৬৮ বছর, জামালপুর। মোঃ শওকত আলী, ৬৫ বছর।মনোয়ারা, ৬০ বছর, ফুলপুর, ময়মনসিংহ।  ফাতেমা, ৭০ বছর, ধোবাউড়া, ময়মনসিংহ। নুরুল ইসলাম, ৬০ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ। রমজান, ৩৫ বছর, জামালপুর।রাবেয়া খাতুন, ৬৪ বছর, শ্রীপুর, গাজীপুর।রোকনুজ্জামান, ৫০ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ। রাবেয়া খাতুন, ৫৫, গৌরিপুর, ময়মনসিংহ। রফিকুল, ৫৫, হোসেনপুর, কিশোরগঞ্জ। মইনুল, ৬০ বছর, কেন্দুয়া, নেত্রকোনা।  খাদিজা, ৬৫ বছর, বকশিগঞ্জ, জামালপুর। আবদুর রশীদ, ৫৫ বছর, ধানবাড়ি, টাংগাইল।
আইসিইউতে চিকিৎসাধীন ১৯ জন।মোট রোগী  ৪৩৮ জন।
গত ২৪ ঘন্টায়  নতুন সনাক্ত হয়েছে ৩০৬  জন। নতুন ভর্তি  হয়েছে ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৭৯ জন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com