প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৬, ২০২১ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স, ২৬ জুলাইঃ-
ময়মনসিংহের ভালুকায় কলাগাছের পাঁচ শতাধিক চারা রোপন করে বনবিজ্ঞপ্তিত কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে একটি সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। খোঁজ পেয়ে স্থানীয় বনবিভাগের লোকজন লোকদেখানো কিছু চারা উপড়ে ফেললেও আইনি কোন ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে। ঘটনাটি ভালুকা রেঞ্ছের আওতায় উপজেলার হবিরবাড়ি মৌজার ৬৫২ নম্বর দাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি মৌজার ৬৫২, ৬৫৫ ও ৬২০ নম্বর দাগে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জমি দখলের পাঁয়তারা করে আসছিলো। গত এক সপ্তাহ পূর্বে ওই চক্রটি দখলের উদ্দ্যেশে ৫০০/৬০০ কলাগাছের চারা রোপন করে। খবর পেয়ে স্থানীয় বনবিভাগ ঘটনাস্থলে গিয়ে লোকদেখানো শতাধিক চারা উপড়ে ফেলে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, স্থানীয় নজরুল ইসলাম ও আবুল বাসার ওরফে বাসানের নেতৃত্বে একদল লোক কয়েক কোটি টাকা মূল্যের বনবিভাগের ওই জমিটি দখলের উদ্দেশ্যে পাঁচ শতাধিক কলাগাছের চারা রোপন করেন। কিন্তু বনবিভাগের অসাধূ ব্যক্তিরা ওই চক্রটির বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়নি।
এর আগে একই দাগে জমি দখলের উদ্দেশ্যে ওই চক্রটি জাবেদ আলী গাজীর নামে সাইনবোর্ড স্থাপন করলে বনবিভাগ তা উঠিয়ে নিয়ে যায় কিন্তু ওই ঘটনায়ও রহস্যজনক কারণে কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি।
এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত আবুল বাসার ওরফে বাসানের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও ফোনটি কেটে দেয়ায় তার মন্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা রেঞ্ছের হবিরবাড়ি বিট কর্মকতার্ মো: দেওয়ান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই জমি নিয়ে আদালতে দুই পক্ষের মামলা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্তদের নাম ঠিকানা না পাওয়ায় অভিযান করে চারা ও সাইনবোর্ড ভেঙে দেয়া হলেও আইনী ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।