বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৫, ২০২১ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ-
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিল্প কারখানা খোলা রাখায় একটি পোশাক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ জুুুুলাই রোববার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় কটোন ক্লাব লিমিটেডকে এ জরিমানা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। এসময় কারখানার সকল শ্রমিককে বের করে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়।
অপরদিকে মহানগরের গাছা কুনিয়া পাছর এলাকায় রড প্রস্তুতকারক আনোয়ার ইস্পাত লিমিটেড কারখানায় রোববার দুপুরে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। তবে কারখানাটিতে সরকারি নিয়ম প্রতিপালিত হওয়ায় কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান যুথী।
আনোয়ার ইস্পাত লিমিটেড এর ডিজিএম আনিসুর রহমান জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিট্রেট তামান্না রহমান যুথী এর নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর একটি দল আকষ্কিকভাবে তাদের কারখানায় প্রবেশ করে। তখন কারখানাটি সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণরূপে বন্ধ ছিল। ফলে ভ্রাম্যমান আদালত এতে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি নিয়ম মানায় কারখানা কতর্ৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে এরূপ ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com