বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৯, ২০২১ সময়ঃ ৭:৩০ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধি:-
গফরগাঁওয়ে মোহন হত্যা মামলার দুই আসামী র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। এ সময় তাদের কাছে ইয়াবা পাওয়া যায়। আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য। গফরগাঁও ভালুকা সড়কে ভারইল (১৯জুলাই) সোমবার ভোরে র‍্যাবের সাথে এ বন্দুক যুদ্ধের ঘটনাটি ঘটে। নিহতরা ধোপাঘাট নামাপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আসাদুল হক(৩৮), মৃত জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া(৩০)। জানা যায়, গত ৪ জুলাই শিবগঞ্জ বাজার থেকে ফল ক্রয় করে নিয়ে আসার পথে রাওনা ইউনিয়নের পাচুয়া গ্রামের আব্দুস ছাত্তারে ছেলে মোহন মিয়া(৩২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ জুলাই গফরগাঁও থানায় আসাদুল ইসলাম ও সুমন মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন নিহতের পরিবার। পরে অধিকতর তদন্তের জন্য মামলাটি ময়মনসিংহ পিবিআইয়ের কাছে তিন পর স্থানান্তর করা হয়। গত সোমবার ভোর রাতে উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে ময়মনসিংহ র‍্যাব ১৪ অভিযান পরিচালনা করেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা র‍্যাব কে লক্ষ করে গুলি ছুড়লে র‍্যাব ১৪ পাল্টা গুলি চালালে আসাদুল ও সুমন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্রের জরুরী বিভাগের ডিউটিরত ডাক্তার র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই যুবক হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। এ তথ্য নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, মোহন হত্যা মামলা দুই আসামী র‍্যাবের সাথে বন্ধুক যুদ্ধে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com