প্রকাশিত হয়েছেঃ জুলাই ১১, ২০২১ সময়ঃ ১০:৩০ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ জুলাই রবিবার সকালে ডোবার পানি থেকে জামাল উদ্দিন (৫০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে এলাকা বাসি ৷
মৃত জামাল উদ্দিন উপজেলার যশরা ইউনিয়নের শিকারীকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন বাল্যকাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন।শনিবার দূপুরের খাবার খেয়ে জামাল উদ্দীন ভ্যানগাড়ী নিয়ে বাড়ি থেকে বের হয় ৷ রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজা-খুজি শুরু করে। পরে রবিবার সকালে শিবগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে এক ডোবায় তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী ৷
ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷