প্রকাশিত হয়েছেঃ জুলাই ৯, ২০২১ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ
গত ০৫-০৭-২০২১ ইং তারিখ অনলাইন নিউজ পোর্টাল দিগন্তবার্তায় প্রকাশিত ‘ জাল-জালিয়াত ও তদবির বিনিজ্যের অভিযোগ : গাজীপুরে তৎপর ‘ভূয়া এসিল্যান্ড’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন আব্দুল হান্নান মোল্লা। এক প্রতিবাদলিপিতে তিনি জানান, তিনি কোনো ধরণের জাল-জালিয়াতি এবং ভূমি অফিস বা সরকারি কোনো দপ্তরে দালালির সাথে জড়িত নন। বরং জাল-জালিয়াতি, দালালি ও দুর্নীতির বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্বারা তিনি মিথ্যা মামলাসহ দীর্ঘ দিন যাবত বিভিন্নভাবে নিগৃহীত ও হয়রানির শিকার হয়ে আসছেন। এসব দুর্নীতিবাজ কর্মকর্তারাই তার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে বিভিন্ন মিথ্যা তথ্য সরবরাহ ও মিথ্যা বিবৃতি দিয়ে আসছেন।
প্রতিবাদলিপিতে প্রকৃত ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রায় দুই বছর আগে গাজীপুর এলএ শাখার দুর্নীতিপরায়ন কর্মকর্তাদের যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে তার আত্মীয়দের এক কোটি ৭০ লাখ টাকার অধিগ্রহণ বিল আত্মসাত করা হয়। জালিয়াতির এ ঘটনায় তিনি বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা রুজু করেন এবং সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এমনকি দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে রাজউক পূর্বাচলের ক্ষতিগ্রস্ত মূল অধিবাসী ৪০০ পরিবার প্লট পাননি। এ বিষয়ে তিনি ইতিপূর্বে জনস্বার্থে ঢাকায় সংবাদ সম্মেলন করেন এবং মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। এছাড়া গত ২০১৯ সালে বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইনে এডিসি মসিউরের দুর্নীতি সংক্রান্তে প্রকাশিত প্রতিবেদনগুলো তিনি ফেসবুকে শেয়ার করায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নিজেদের দুর্নীতি আড়াল করতেই এখন উল্টো তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও তিনি দাবী করেন।