প্রকাশিত হয়েছেঃ জুলাই ৮, ২০২১ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক:-
গাজীপুরে সূতিকাগৃহে ঘুমন্ত প্রসূতির কোল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ চুরির এক ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে ওই নবজাতকসহ এক নারীকে আটক করেছে। ৭ জুলাই বুধবার গাজীপুর মহানগরের বাসন থানার চান্দপাড়ায় এ চুরির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নবজাতকের বয়স মাত্র ১০ দিন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান জানান, প্রসূতি ফারজানা চৌধুরী বুধবার দুপুরে সূতিকাগৃহে (ছটি ঘরে) নবজাতককে নিয়ে ঘুমাচ্ছিলেন। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া বিথী আক্তার কৌশলে শিশুটিকে কোলে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বাসন থানার পুলিশ অভিযান চালিয়ে এক ঘন্টার মধ্যেই স্থানীয় ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং বিথী আক্তারকে গ্রেফতার করে। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিশুর বাবা মেহদী হাসান বাদি হয়ে বাসান থানায় একটি মামলা দায়ের করেন।
থানার ওসি আরো জানান, বিথী আক্তার শিশুটিকে অপহরণের পর একটি সিএনজি অটোরিকশা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাৎকক্ষনিকভাবে ব্যবস্থা না নিলে অল্পের জন্য সে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যেত সক্ষম হতো।