প্রকাশিত হয়েছেঃ জুলাই ৫, ২০২১ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- ময়মনিসংহ নগরীর কৃষ্টপুরের ফিরোজা খাতুন (৮০), সদর উপজেলার রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ির রোকেয়া বেগম (৪৫), নেত্রকোনার সাতপাই এলাকার দিদারুল ইসলাম (৭২) ও কলমাকান্দার আব্দুল করিম (১০১)। এবং গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান- জেলার ফুরবাড়িয়ার কান্দানিয়া গ্রামের সুমাইয়া আক্তার (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), ময়মনসিংহ সদর উপজেলার ঝুনু বেগম (৬০), মোশাররফ হোসেন (৫৫), শম্ভুগঞ্জের শেফালী বেগম (৩০), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের ধনবাড়ির রাবেয়া আক্তার (৭০), সুমানগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫) ও জামালপুর সদরের মোহাম্মদ আলী (৫৫)।
ময়মনসিংহ জেলার গত ২৪ ঘন্টায় সর্বমোট করোনা পরীক্ষা হয়েছে ৭০৭ টি। যার মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ২১০ জন।
আরটিপিসিআর পজিটিভঃ ৯৮ জন। তার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলায় ৪৮ জন। ভালুকায় ২১ জন, মুক্তাগাছায় ৮ জন,
ঈশ্বরগঞ্জে ৯ জন, ত্রিশালে ৫ জন, গফরগাঁওয়ে ১জন, হালুয়াঘাটে ১জন, ফুলবাড়িয়ায় ১ জন, ফুলপুরে ৩ জন, তারাকান্দা ১জন।
এন্টিজেন টেস্ট পজিটিভঃ ১১২ জন।
তার মধ্যে ময়মনসিংহ সদরের ৭৪ জন, গফরগাঁওয়ে ১০ জন, মুক্তাগাছার ২ জন, তারাকান্দার ২ জন, ফুলপুরের ৪ জন, হালুয়াঘাটের ১ জন, ঈশ্বরগঞ্জের ৩ জন, ফুলবাড়িয়ার ৩ জন, গৌরিপুরের ৫ জন, নান্দাইলের ৪ জন আর ত্রিশালের ৪ জন।
ফলো আপ পজিটিভ ৯ জন। ময়মনসিংহ সদরে ৬ জন, মুক্তাগাছা ১জন, ভালুকায় ১ জন,
ত্রিশাল ১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রেকর্ড ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।