বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩, ২০২১ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা,  ৩ জুলাই:-

ভালুকায় ড্রীম কফি হাউজের আড়ালে অসামাজিক কাজসহ রমরমা মাদকের আড্ডা চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলা সদর থেকে আধা কিলোমিটার পশ্চিমে ভালুকা-মল্লিকবাড়ি সড়কের পাশে বতার্ গ্রামের ইসলাম ভিটায়।
সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ তিন বছর ধরে ওই এলাকার আব্দুল মজিদের ছেলে রিয়াজ মোহাম্মদ শাহিন ড্রিম কফি হাউজের আড়ালে ছোট ছোট বেশ কয়েকটি রুম নিমার্ণ করে চড়া ভাড়ায় বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষ দিয়ে দিন রাত চালিয়ে যাচ্ছেন অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা।

কফি খাওয়ার নাম করে বিভিন্ন এলাকা থেকে আসা কম ও মধ্যবয়সি ছেলে মেয়েরা রুম ভাড়া নিয়ে ঘন্টার পর ঘন্টা চালায় অসামাজিক কার্যক্রম। আর এই সুযোগে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। স্থানীয় লোকজন বহুবার প্রতিবাদ করেও বন্ধ করতে পারেনি এ সব অনৈতিক কাজ। কেউ প্রতিবাদ করলে পুলিশি হয়রানীসহ বিভিন্ন ধরণের হুমকী দেয়া হয় বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এমন কোন শ্রেণীর লোক নেই যে, এখানে আসেনি। রাতদিন বিভিন্ন ছোট ছোট কুঠরী ঘরে চলে আসছে দেহ ব্যবসা ও মাদকের রমরমা আড্ডা। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এসব অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে বলে তাদের অভিযোগ।
৩ জুলাই শনিবার বিকেলে  সরেজমিন গিয়ে দেখা যায়, ভেতরে অনেকগুলো সামনে ও পিছনে দু’টি দরজা রেখে ছোট ছোট অসংখ্য রুম রয়েছে। একটি রুমে নারী পুরুষ অসামাজিক কাজে লিপ্ত রয়েছে এবং আরেকটি রুমে ২০ থেকে ২২ বছর বয়সের আরেক নারী অপেক্ষা করছে খদ্দেরের জন্য। সংবাদকমর্ীদের উপস্থিতি টের পেয়ে ওই নারী পুরুষরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় কফি হাউজের মালিক শাহিন দৌড়ে এসে সংবাদকমর্ীদের বাঁধা দেয়াসহ ছবি না নিতে অনুরোধ করেন।
কফি হাউজের মালিক রিয়াজ মোহাম্মদ শাহিন জানান, তার অজান্তেই ওই নারী ও পুরুষ একটি রুমে ডুকে। কিন্তু তারা ওই রুমে কি করছিলো তা তার জানা নেই। তবে তার এখানে কোন অসামাজিক কাজ হয়নি বলে জানান।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, কফি হাউজের আড়ালে অসামাজিক কাজের বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখবেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com