প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩, ২০২১ সময়ঃ ৫:৩৭ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সিনোফার্মের ১ম ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৩ জুলাই) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে থেকে এ টিকাদন কার্যক্রম শুরু হয়েছে।
এ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান ও ডাঃ তাসমিয়া জান্নাত। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
টিকাদান প্রসঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সার্বিক নির্দেশনায় ইতোপূর্বে অত্যন্ত সফল ও সুষ্ঠুভাবে অক্সফোর্ড এস্ট্রোজেনিকার টিকা প্রদান করা হয়েছে। এখন সরকারের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন গ্রহণের উদ্দীষ্ট জনগোষ্ঠীর অগ্রাধিকার তালিকা মোতাবেক সিনোফার্মার টিকা প্রদান করা হচ্ছে। আজ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ সিনোফার্মার টিকা নিতে পারবেন।
ডাঃ এইচ কে দেবনাথ আরো জানান, করোনা টিকা প্রদান সংক্রান্ত সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।