প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩, ২০২১ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনা আক্রান্ত হয়ে এবং সাত জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা মধ্যে ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান জেলার গফরগাঁওয়ের এলাচি খাতুন (৭০) এবং পাগলা থানার আফাজ উদ্দিন (৬৫)।
এছাড় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও সাত জন। তারা হলেন- নেত্রকোনার আটপাড়ার সিদ্দিকুর রহমান (৬৫), গফরগাঁওয়ের মো. ইকবাল হোসেইন (৪৫), ফুলপুরের রোখসানা আক্তার (৩৫), ঈশ্বরগঞ্জের নিয়ামুল কবির (২৬), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আম্বিয়া খাতুন (৫৭), মেলান্দহের মোমেনা আক্তার (৩৫) ও নেত্রকোনার কলমাকান্দার আমেনা খাতুন (৬০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
ময়মনসিংহ মেডিকেল কলেজে শুক্রবার রাত পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ৩৬৬ টি। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭২ জন।
আরটিপিসিআর পজিটিভ হয়েছে ৬৮ জন। তার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলায় সদর ৫৬ জন। নান্দাইলে ১,ঈশ্বরগঞ্জে ১, মুক্তাগাছায় ২,
ফুলবাড়িয়ায় ১, গৌরিপুর ৩, গফরগাঁও ১, ত্রিশালে ২, তারাকান্দায় ১ জন।
এন্টিজেন টেস্ট পজিটিভ হয়েছে ৪ জন। তরা মধ্যে হালুয়াঘাটে ১ জন, মুক্তাগাছা ২, নান্দাইল ১ জন।
ফলো আপ পজিটিভ হয়েছে ৩ জন। ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট ও মুক্তাগাছায় ১ জন করে।
রোগীর চাপ বাড়ায় করোনা ইউনিটে ১৩ আইসিইউ এর সঙ্গে আরও ৭ টি বাড়ানো হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ২০টি আইসিইউতে রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ২১০ শয্যার সাধারণ ওয়ার্ড থেকে আরও ৫০টি শয্যা বাড়িয়ে শনিবার সকাল পর্যন্ত ২৬০ জন রোগী ভর্তি রয়েছেন।