বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ৩০, ২০২১ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ

মো:জাকির হোসেন, ময়মনসিংহ জোলা প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এসেসমেন্টে কর আদায়ের বিষয়ে সিদ্ধান্ত অনুষ্ঠিত হয়। সিদ্ধান্তে সিটি কর্পোরেশনের সকল কাঁচাবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়। এবং আপত্তি ফরমের মূল্য ৬০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকায় পুনঃনির্ধারণ করা হয়।
বুধবার য়য়(৩০ জুন) বেলা ২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে  হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্মবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হিসেবে দাবিকৃত হোল্ডিং ট্যাক্স মওকুফ। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দাবিকৃত কর হতে ৪০% হ্রাসকরণ।২০২০-২০২১ অর্থবছরের আদায়যোগ্য হোল্ডিং করের উপর ১০% অতিরিক্ত রিবেট প্রদান। আপত্তি ফরমের মূল্য ৬০০ টাকা থেকে কমিয়ে  ২০০ টাকায় পুনঃনির্ধারণ করা হয়। এবং ইতোমধ্যে যারা ফর্ম ক্রয় করেছেন তাদের ফর্মের অতিরিক্ত মূল্য ট্যাক্সের সাথে সমন্বয় করা হবে । এছাড়া, ঋণের মাধ্যমে বাড়ি নির্মাণ করলে, অধিক পুরাতন বাড়ি হলে, তথ্য বা পরিমাপগত ভুল থাকলে রিভিউয়ের মাধ্যমে বিবেচনার যোগ্য হবেন। সকল কাঁচাবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়।
সভায় মেয়র বলেন, সম্মানিত নাগিরিকবৃন্দের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়েছে। তিনি আশা করেন অতীতের মত ভবিষ্যতেও নাগরিকবৃন্দ সিটি কর্পোরেশনের পাশে জনপ্রত্যাশা পূরণে সহযোগিতা করবেন।
সভায় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com