বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ২৮, ২০২১ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৮ জুন:-

ময়মনসিংহের ভালুকায় চারা রোপনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী ও বৃদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার ভরাডোবা গ্রামের তালুকদার বাড়ি এলাকায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
জানা যায়, ওই গ্রামের হযরত আলী তালুকদারের ছেলে স্বাধীন তালুকদারের সাথে প্রতিবেশি হেকমত তালুকদারের ছেলে দেলোয়ার তালুকদারের দীর্ঘদিন ধরে ২১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত সোমবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমিতে স্বাধীন তালুকদার ও তার ভাই সোহেল তালুকদার আমের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষণ দেলোয়ার তালুকদার বাঁধা দেন। এ সময় সোহেল তালুকদার ও স্বাধীন তালুকদার দেলোয়ারের উপর হামলা করলে তার ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসলে, তাদের উপরও হামলা করা হয়। হামলায় দেলোয়ারের বৃদ্ধ ভাই নুর হোসেন তালুকদার (৮৫), ভাবি রাফেজা খাতুন (৬০), কলেজে পড়ূয়া ভাতিজা ওমর ফারুক তালুকদার (২০) গুরুতর আহত হন। এ সময় অপর পক্ষের সোহেল তালুকদারও (৪৫) আহত হন। আহতদের ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
আহত দেলোয়ারের ভাতিজা ওমর ফারুক তালুকদার জানান, আমাদের বিরোধপূর্ণ জমিতে সোহেল তালুকদার ও তার ভাই স্বাধীন তালুকদার চারা রোপন শুরু করলে দেলোয়ার চাচা বাঁধা দেন। এসময় আমরা এগিয়ে গেলে, আমাদের উপরও হামলা চালিয়ে আহত করেন।
সোহেল তালুকদার জানান, বিকেলে আমি আমাদের জমিতে চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ দেলোয়ার ও তার লোকজন আমার উপর হামলা চালায়।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com