বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ২৮, ২০২১ সময়ঃ ৬:১৪ অপরাহ্ণ

মো: জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে করোনা ভাইরাস রোধে সরকার কতৃক আরোপিত বিধিনিষেধ অমান্য করে রেস্তোরার ভেতরে বসিয়ে খাওয়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
সোমবার (২৮ শে জুন) বেলা ৪ টায় নগরীর  নতুনবাজার ও গাঙ্গিনাপাড় এলাকার তিনটি রেঁস্তোরাকে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানে জনসাধারণকে সচেতন করেন।
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিসমূহ নিশ্চিতে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com