প্রকাশিত হয়েছেঃ মে ১৮, ২০২২ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি, ১৮ মে ।।
য়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় জাহানারা(৪৫) নামে এক গৃহবধূর হত্যার ঘটনায় ৭ জন কে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাসেল মিয়া ( ২৫), মোঃ মোবারক (২৫), মোঃ সিদ্দিক খাঁ (৫০), মোঃ বারেক (৫৮), মোঃ খাইরুল ইসলাম (২২), মোঃ সুজন মিয়া (২৬), মোঃ নূরুল আমিন (৫৫)। গ্রেফতারকৃত সকলেই তারাকান্দা উপজেলার বহেলা গ্রামে বাসিন্দা । নিহত গৃহবধূ বহেলা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামে
পৈত্রিক জমি নিয়ে কয়েক বছর যাবৎ ইদ্রিস আলীর সাথে তার সহোদর বড় ভাই সিদ্দিক খাঁ এবং হাবিবুর রহমানের সাথে বিরোধ চলে আসছে। গত ১৬ মে ইদ্রিস আলী বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে বাঁধা দেয় সিদ্দিক মিয়া গং। এই নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়।তারপর ইদ্রিস মিয়া বাড়ি থেকে চলে যান। মঙ্গলবার যখন বাড়িতে আসেন তখন তার উপর সিদ্দিক মিয়া গং হামলা করে। এ সময় ইদ্রিস আলী দৌড়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এতেও ক্ষান্ত না হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সিদ্দিক মিয়া ও তার গংরা ইদ্রিস আলীর উপড় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং আহত করে। এসময় আঘাত প্রাপ্ত হন ইদ্রিস আলীর স্ত্রী জাহানারা। তারপর পুলিশ এবং এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান জাহানারা। এসময় ঘর এবং ঘরের আসবাবপত্রও ভাংচুর করেছে সিদ্দিক মিয়া গংরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারাকান্দা থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। মামলা নং ১১ তারিখ ১৮/৫/২২। তারাকান্দা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। বাদী ও গ্রেফতারকৃত সকল আসামিগণ আপন ভাই, ভাতিজা ও আত্মীয়-স্বজন। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
মোট পড়া হয়েছে: ৫৫৩
সর্বশেষ খবর
- গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে দুদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা সম্পন্ন
- গফরগাঁওয়ে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
- গফরগাঁও পৌরসভার উদ্যোগে রোকেয়া দিবসের র্যালী ও আলোচনা সভা
- মৌলভীবাজারে অগ্নিকান্ডে দুই বৃদ্ধার মৃত্যু।
- কিশোরগঞ্জের স্বাস্থ্য প্রকৌশলীর গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, প্রকৌশলী ও চালক দগ্ধ