প্রকাশিত হয়েছেঃ মে ১৮, ২০২২ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরামর্শে উপজেলা ও পৌর শাখা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) পৌরশহরের মধ্য বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এম. সালাউদ্দিন পলাশের নেতৃত্বে এবং গফরগাঁও পৌর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান সজীব ও যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদের সহযোগিতায় এ সময় র‌্যালিতে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিমসহ যুবলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ১৯৮১ সালের ১৭ মে এই দিনে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দীর্ঘ ৬ বছর পর খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছিল বাংলাদেশ।

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com