বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মে ১৫, ২০২২ সময়ঃ ৭:২৩ অপরাহ্ণ

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৫ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও পুলিশের সাথে নাটকীয়তার এক পর্যায়ে অপহরণকারীর চক্রের এক সদস্যকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া প্রবাসী উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মুছলেম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম হিরণ (২৩) ও গ্রেফতার হওয়া অপহরণকারী চক্রের সদস্য রসুলপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে হুমায়ুন (২৫)।
থানা পুলিশ জানায়, অপহরণকারীর চক্রের সদস্যরা গত শনিবার প্রবাসী নজরুল ইসলাম হিরণকে উপজেলার যশরা ইউনিয়নের তালতলা এলাকা হতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তারা হিরনের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে হত্যা ও গুমের হুমকি দেয়। পরে বাধ্য হয়ে ওই রাতেই তাঁর পরিবার প্রথম দফায় মুক্তিপণের ৪০ হাজার টাকা ও পরদিন সকালে দ্বিতীয় দফায় ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা মুক্তিপণ দেয়। এ ব্যাপারে গতকাল রোববার সকালে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে অপহৃত প্রবাসীর পরিবার। অভিযোগের ভিত্তিতে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মাঠে নেমে অভিযান শুরু করে। সকাল সাড়ে ১১ টার দিকে মোটর সাইকেলে করে অপহরণ চক্রের দুই সদস্য ছয়ানী রসুলপুর গ্রামে হিরণের বোনের বাড়িতে মুক্তিপনের বাকী ৫০ হাজার টাকা নিতে আসলে পুলিশ অপহরণ চক্রের সদস্য হুমায়ুনকে গ্রেফতার করে। এ সময় অপর অপহরণকারী তামিম পালিয়ে যায়। এরপর পুলিশের সাথে অপহরণের চক্রটি দর কষাকষি করে তারা অপহৃত প্রবাসীকে ছেড়ে দিবে যদি পুলিশ গ্রেফতার হওয়া আসামি হুমায়ুনকে ছেড়ে দেয়। পরে পুলিশ কৌশলে রাজি হয়ে ফাঁদ তৈরি করে। অপহরণকারী চক্রটি হুমায়ুনের মায়ের সাথে কথা বলে নিশ্চিত হয় যে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পরে তারা অপহৃত নজরুল ইসলাম হিরণকে চরআলগী ইউনিয়নে ছেড়ে দেওয়ার কথা থাকলেও রসুলপুর ইউনিয়নে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার কওে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অপহরণকারী চক্রের সদস্য হুমায়ুনকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগী তামিম পালিয়ে যায়। পুরো চক্রটিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com