প্রকাশিত হয়েছেঃ মে ১৫, ২০২২ সময়ঃ ৫:৪৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ১৫ মে।।
ময়মনসিংহ তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলা, চুরি-ডাকাতির আসামী এবং ৪ জুয়ারী সহ ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মাদক মামলার আসামি মোঃ লিমন মিয়া ওরফে ইমন মিয়া (২৭), জুয়ারীরা হলেন, মোঃ নজরুল ইসলাম (৬০), মোঃ জুলহাস (৩৫), শাহিন খান (৪০), মোঃ সুলতান মিয়া (৩৯)।
রোববার (১৫ মে ) সকাল সোয়া ৮ টায় তারাকান্দা নতুন বাজার তিন রাস্তার মোড় থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ রনকান্দা এলাকার কাজিম উদ্দিন ওরফে পচা কাজীর ছেলে একাধিক মাদক, চুরি ও ডাকাতি মামলার আসামি লিমন মিয়া ওরফে ইমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
গত মধ্যরাতে আরেক অভিমানে উপজেলা কাকনী ইউনিয়নের অন্তর্গত মিরাশ উদ্দিনের ফিশারির পাড়ে ফাঁকা জায়গায় বসিয়া টাকার বিনিময়ে তাস খেলা অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২টি তাস ও নগদ ৫ শত ২০ টাকা উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।