প্রকাশিত হয়েছেঃ মে ১৪, ২০২২ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৪ মে।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার
(১৪ মে) গ্রেফতারকৃতদেও জেলা আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ষোলহাসিয়া এলাকা থেকে ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোস্তফা এবং পরোয়ানাভূক্ত আসামী রিপন, হুরেনা খাতুন, কাওছার, রিফাত ও তোফাজ্জলকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ৩বছরের পলাতক আসামী মোস্তফা ও পরোয়ানাভূক্ত ৫আসামীকে গ্রেফতার পূর্বক গতকাল শনিবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঁঠানো হয়েছে।