বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মে ১৪, ২০২২ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ১৪ মে।।
ময়মনসিংহের ভালুকায় গোলাপী আক্তার নামে পৌরসভার সাবেক নারী কাউন্সিলরের পৌত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকালে প্রতিক্ষরা একটি বসতঘর ও বেশ কিছু ফলদ গাছ কেটে জমিটি দখলে নেয়ার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিতির টের পেয়ে দখলকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের মেয়ে মৃত আলী আকবর মোল্লার মেয়ে ভালুকা পৌরসভার সাবেক নারী কাউন্সিলর গোলাপী আক্তার ও তার ভাইয়ের পৌত্রিক সূত্রে পাওয়া এক একর ৮ শতাংশ জমি ভোগদখলে থাকা অবস্থায় প্রতিবেশি মৃত মোজাফ্ফর আলী ফরাজীর ছেলে হাতেম আলী ফরাজীর নজরে পরে এবং জবর দখলের পাঁয়তার করে আসছিলো। এ নিয়ে বেশ কয়েকটি সালিশ হলেও কোন ফয়সালা হয়নি। এরই জের হিসেবে শনিবার সকালে হাতেম আলী ফরাজীর নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেশ কয়েকটি ফলদ গাছ কেটে ও একটি বসতঘর ভেঙে ফেলে। পরে নিরুপায় হয়ে জমির মালিক গোলাপী আক্তার ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা পালিয়ে যায়।
গোলাপী আক্তার জানান, ঘটনার সময় তিনি স্বামীর বাড়িতে ছিলেন। সকালে হাতেম আলী লোকজন নিয়ে তার একটি বসতঘর ভাঙচুর ও গাছপালা কাটতে শুরু করে। খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তার জমি রক্ষা করে। তিনি বলেন, হামলাকারীরা তার একটি চৌচালা ঘর ও বেশ কিছু ফলধরা কাঠাল গাছ কেটে ফেলে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় হাতেম আলী ফরাজীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্ত হাতেম আলী ফরাজী গাছ কাটার কথা স্বীকার করে বলেন, তার ক্রয়কৃত জমির গাছ কাটা হয়েছে এবং জমিটি তার ইটের সিমাণাপ্রাচীরের ভেতর। গোলাপী আক্তার দাবিচ করায় জমিটি নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি সালিশ হলেও কোন ফয়সালা হয়নি বলে জানান তিনি।
ভালুকা মডেল থানার এসআই আকরাম হোসেন জানান, ৯৯৯ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শুনেছি হাতেম আলী ফরাজী নামে এক ব্যক্তি গাছগুলো কেটেছেন। অভিযোগমূলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com