প্রকাশিত হয়েছেঃ মে ১২, ২০২২ সময়ঃ ১০:৩১ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ১২ মে।।
সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৩নং) আদালতে কথিত এক ফটো সাংবাদিকের নামে মামলা হয়েছে। মামলা নং ৩১৪/২০২২। অভিযুক্ত ওই সাংবাদিকের নাম রেজাউল কবীর রাজীব। তিনি দৈনিক যায়যায়দিন, দৈনিক বর্তমান কথাসহ একাধিক পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে এবং স্থানীয় ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় টঙ্গীর হাজী মাজার বস্তিকে মাদকমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি একটি সমাবেশের আয়োজন করেন এলাকাবাসী। ওই সমাবেশ থেকে ‘মাদক বিক্রি বন্ধ কর, না হয় এলাকা ছাড়’ শ্লোগানে হাজী মাজার বস্তিকে মাদকমুক্ত করার সিদ্ধান্ত হয়। এ সমাবেশের পর থেকে মাদক কারবারিরা এলাকা ছাড়তে শুরু করে। এতে মাদক কারবারিদের থেকে সাংবাদিক রাজীবের নিয়মিত মাসোহারা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে রাজীব মামলার বাদীসহ মাদক বিরোধী সমাবেশে নেতৃত্ব দেয়া এলাকার যুবকদের কাছে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তাদেরকে মাদক কারবারে জড়িয়ে একের পর এক পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ ও র্যাব দিয়ে গ্রেফতার করে মিথ্যা মামলার ভয়ভীতি দেখায়। অপরদিকে রাজীব গত ঈদুল ফিতরের আগে ‘ঈদ বখশিশ’ এর নামে একাধিক ব্যক্তির মোবাইল ফোনে বিকাশ নম্বরসহ ম্যাসেজ পাঠিয়ে চাঁদা দাবী করেন বলেও মামলায় অভিযোগ আনা হয়। এমনকি চাঁদা দিতে অস্বীকার করায় মামলার বাদী ইসমাইলসহ ৭ জনকে মাদক কারবারি উল্লেখ করে রাজীবের ফেসবুক আইডি থেকে অপপ্রচারও চালানো হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খুরশেদ আলী বলেন, গত মঙ্গলবার শুনানী শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য গাজীপুর সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
স্থানীয় পেশাদার সাংবাদিকরা জানান, সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে নানা অপকর্মের অভিযোগে রাজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরীসহ আদালতে আরো একাধিক মামলা চলমান রয়েছে। রাজীব একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সম্মানীত ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মানহানীকর অপপ্রচারসহ অপেশাদারমূলক নানা কর্মকাÐে জড়িত থাকায় সাংবাদিকতা পেশার ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।
#