প্রকাশিত হয়েছেঃ মে ১২, ২০২২ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১২ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বানার নদীতে ডুবে তানিশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃৃৃৃৃৃৃৃৃহস্পতিবার দুপুরে উপজেলার টাংগাব ইউনিয়নের আংগারি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তানিশা ওই এলাকার আঃ রাজ্জাকের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তানিশা বাড়ির পাশে বানার নদীর পাড়ে বসে খেলা করছিলো। এসময় অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে নদীর পানিতে ডুবে যায়। খোঁজ পেয়ে স্বজনরা নদীতে খোঁজাখোজি করে তার লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ঘটনাটি নিশ্চিত করে।