প্রকাশিত হয়েছেঃ মে ১২, ২০২২ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১২ মে।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে স্থানীয় আব্দুল হাফেজ দাখিল মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম। খেলায় উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আল মোমিন শিকদার, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, পাঁচবাগ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আকরাম মাষ্টার, যুগ্ন আহবায়ক হযরত আলী, পাঁচবাগ ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইদুল ইসলাম ও আশরাফুল আলম, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ মাহমুদুল হাসান, ছাত্রলীগ নেতা দূর্জয় মাহমুদ স্বপন, ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নূর-ই-আলম সিদ্দিকী হীরা, ৭নং ওয়ার্ডের ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। খেলায় চরশাঁখচ‚ড়া হিরোর্স ক্রিকেট একাদশকে পরাজিত করে ইয়ং হিটার্স ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।