প্রকাশিত হয়েছেঃ মে ১১, ২০২২ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১১ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাঁজাসহ সজিব (২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। সে পৌর শহরের রাঘাইচটি গ্রামের নুরুল হক ইসলামের ছেলে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের রাঘাইচটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ সজিবকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ বুধবার (১১ মে) দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঁঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com