প্রকাশিত হয়েছেঃ মে ১১, ২০২২ সময়ঃ ৭:৩৫ পূর্বাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ই কান্দি গ্রামের বধ্যভূমি, আশপাশের আবাদি জমি ও বসতবাড়ি রক্ষার দাবিতে বালু দস্যু এবং নদী খেকোদের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে ফুলপুরে বড়ইকান্দি এলাকায় বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশনের ব্যনারে বড়ইকান্দি বধ্যভূমি অবৈধ দখলদার ও বালু দস্যু চক্রের কবল থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, অল্প কিছু দিন আগে বধ্যভূমি হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করলেও দায়িত্বশীলরা সঠিকভাবে দেখ-ভাল না করার কারণে বর্তমানে বালুখেকো একটি চক্র এই বধ্যভূমির মূল স্মৃতি চিহ্ন গুলোও নষ্ট করে প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী একটি মহল বালুর ব্যবসা করে যাচ্ছে।
কংসনদের বালুদস্যূ এবং নদীখেকোদের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করেও কোন লাভ হচ্ছে না। বালু দস্যুরা প্রভাবশালী হওয়ার কারণ, যারাই প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে এই বালুখেকো চক্রটি বিভিন্ন ধরনের হুমকী এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, বধ্যভূমিটি যে জায়গায় অবস্থিত সেখানে স্থানীয় তহসীল অফিসের এক একর সাতচল্লিশ শতাংশ জমিতেই অবৈধ বালু ব্যবসায়ীরা দায়িত্বশীলদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করে আসছে। যদিও শত বছরের বেশ কিছু পুরনো বৃক্ষও বালুর ব্যবসাীরা ধ্বংস করে ফেলেছে।
বালু ব্যবসায়ীদের কারনে আবাদি জমিগুলোও খালি পরে আছে। চক্রটি আবাদী জমি ভাড়া নেওয়ার জন্য বিভিন্ন কৌশলে চাষাবাদ অনুপযোগী করে রেখেছে।
মতিলাল রবিদাস নামের একজন জানান, বালু ব্যবসায়ীদের কারণে বড়ই কান্দি বধ্যভূমি,একইভাবে আবাদি জমি ও ঘরবাড়ি এই হূমকীতে রয়েছে ।
সঠিক সময়ে পদক্ষেপ না নিলে আবাদী জমিগুলো চাষাবাদের উপযোগী করা যাবে না, বৃষ্টির মৌসুম তলিয়ে যেতে পারে ঘরবাড়ি, যাতে প্রাণ নাশের আশংকাও রয়েছে। একইভাবে বধ্যভুমির শত বছরের পুরনো অবশিষ্ট গাছপালা এবং স্মৃতি চিহ্নও খোঁজে পাওয়া যাবে না।
তাই দ্রুততম সময়েকর্তৃপক্ষের নিকট বধ্যভূমিটি রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে এলাকাবাসী জোর দাবী।