প্রকাশিত হয়েছেঃ মে ১০, ২০২২ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১০ মে।।
সৌদি আরবের ফাঁসিতে ঝুলে মোঃ শহিদুল ইসলাম ওরফে
শহিদ উল্লাহ (৩৩) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।
গত রোববার (৮ মে) সৌদি আরব সময় দুপুর ২ টায় বাংলাদেশ সময় বিকাল ৫ টায় দিকে জেদ্দায় শহরে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চর শাঁখচূড়া গ্রামে। তার বাবার
নাম হিরণ ব্যাপারী। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানসহ পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান শহিদ উল্লাহ। প্রবাস জীবনে কষ্টের কাজ করতে না পারায় বার বার দেশে চলে আসতে চেয়েছিলো। কিন্তু কোম্পানী থেকে দেশে আসতে না দেওয়া কারনে শহিদ উল্লাহ রাগে ও ক্ষোভে জেদ্দায় শহরে রোববার দুপুরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তার মৃত্যুর খবরে পরিবারে এখন চলছে শোকের মাতম। আত্বীয় স্বজন ও বন্ধু মহলেও নেমে এসেছে শোকের ছায়া। শহিদ উল্লাহ’র মরদেহ দেশে ফিরে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবারে লোকজন।