বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ২৪, ২০২১ সময়ঃ ৮:০২ অপরাহ্ণ

মো:জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নগরীর ঝুকিপুর্ণ কয়েকটি এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও  ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাসকান্দা, গাঙ্গিনাপাড়, চরপাড়া,নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা, নওমহল, আর কে মিশন রোড, বাউন্ডারি রোড, পাটগুদাম ও কাঁচিঝুলী এলাকায় আগামীকাল শুক্রবার ( ২৫ জুন) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যা  ৬ টা পর্যন্ত জনসাধারণের চলাচলে বন্ধ ঘোষণা করা হয়েছে।
লকডাউনের আওতায় এসব এলাকায় চলাচলে কঠোর বিধিনিষেধ থাকবে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সময়সীমা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ বছর বয়সী শিশুসহ নতুন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় করোনার সংক্রমণের হার এসে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশে।
বুধবার নতুন করে ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭জন করোনা রোগী শনাক্ত হয়েছেন

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com