প্রকাশিত হয়েছেঃ মে ৮, ২০২২ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ৮ মে।।
ময়মনসিংহের ত্রিশালে সোমবার ১৭ তম জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৮ মে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.সৌমিত্র শেখর এক সংবাদ সম্মেলন করেছেন। তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, ট্রেজারার জালাল উদ্দিন, রেজিস্টার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর, কলা অনুষদের ডিন আহমেদদুল বারী, ছাত্র পরামর্শক উপদেষ্ঠা তপন কুমার সরকার ও প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ।