বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মে ৫, ২০২২ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৫ মে।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নম্বর সদর ইউপি নির্বাচনের সহিংসতার মামলার জের হিসেবে বাঁশিল এলাকায় বৃস্পতিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে একনারীসহ দ’পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারী হাসপতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক পক্ষ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগেরদিন নৌকার বিদ্রেæাহী প্রার্থী আমানউল্যাহ খান মাখনের কর্মী সমর্থকরা নৌকার প্রার্থী শিহাব আমীন খানের গণসংযোগে হামলা করেন। এ ঘটনায় চেয়ারম্যান শিহাব আমীন খানের ছোট ভাই অ্যাডভোকেট রফিকুজ্জামান খান রিপন বাদী হয়ে বিদ্রোহী প্রার্থী মাখনসহ ১৩ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলা তুলে নেয়ার জন্য মামলার ১০নম্বর আসামি নুহু মিয়া প্রায় সময় নানা ধরণের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে মামলার ১ নম্বর স্বাক্ষী মুক্তিযোদ্ধার নাতি রায়হান তার বন্ধু জাহিদ হাসান বাবুকে নিয়ে হেঁটে মেহরাবাড়ি বাজারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিত ভাবে নুহু মিয়া, ইমরান হাসান, মনিমালা সরকার, আব্দুল হাইসহ অজ্ঞাত ৫/৬জন দেশিয় আস্ত্রশস্ত্র নিয়ে রায়হান ও তার বন্ধুর উপর হামলা করে। এতে উভয় পক্ষের তিন জন আহত হন। আহতরা হলেন, জাহিদ হাসান বাবু (২৬), রায়হান (২৯) ও মনি মালা (৩৮)। আহত রায়হানকে ভালুকা ও মনিমালাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রায়হান বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউপি চেয়ারম্যান শিহাব আমীন খান জানান, আহতের ঘটনাটি তাদের পারিবারিক বিষয়। তবে পরাজিত প্রার্থী আমান উল্লাহ খান মাখন জানান, ঘটনাটি চেয়ারম্যানের লোকজন ঘটিয়েছেন বলে মোবাইলে শুনেছি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com