বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মে ৩, ২০২২ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, ৩ মে  ।।

পবিত্র রমজানের একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর পর ময়মনসিংহে এবার ঈদগাহ  মাঠে ঈদুল ফিতরের  জামাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ৮ টায় ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় আন্জুমান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতর-এর জামআতের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় মার্কাজ মসজিদে সকাল  ৭-১৫ মিনিটে এবং ময়মনসিংহ বড় মসজিদে ১ম জামাত ৮-৩০ মি ২য় জামাত ৯-৩০ মিনিটে ও বা কৃ বি কেন্দ্রীয় মসজিদে  সকাল ৮- ৩০  মি,  চরপাড়া জামিয়া ইসলামিয়া সকাল ৮ টা ও ২য় জামাত পনে নয়টা   পলিটেকনিক মাঠে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

সকাল আটটায় নগরীর অধিকাংশ এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হলে অনেক এলাকায় ঈদুল ফিতরের জামাত বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণে অনেক মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। তবে বৃষ্টির মাঝে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলেও মুসুল্লিদের চোখে-মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস।

ময়মনসিংহ নগরীর আন্জুমান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতর জামআতে অংশগ্রহণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এই ঈদের জামাতে প্রায় অর্ধলক্ষাধিক মুসলমান অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন । নামাজ শেষ মোনাজাতে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

উক্ত জামআতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: এহতেশামুল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com