প্রকাশিত হয়েছেঃ জুন ২৪, ২০২১ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ
মো:জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে স্বদেশী বাজার এবং দূর্গাবাড়ি রোড হয়ে গাঙ্গিনাপাড় পর্যন্ত সড়কের অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১ টায় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ১২০০ টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনা মোতাবেক নগরীর ব্যস্ততম সড়কসমূহের যানজট লঘবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল সহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, পুলিশ বাহিনীর সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।•
মোট পড়া হয়েছে: ৭৯