প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৮, ২০২২ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ
জহিরুল কাদের কবীর,ত্রিশাল, ২৮ এপ্রিল।।
ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভায় ২নং ওয়ার্ড হিন্দু পল্লী আবাসিক এলাকায় সিসি টিভি উদ্বোধন করেন পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা ও স্থানীয়দের যৌথ উদ্যোগে হিন্দু পল্লী এলাকার ৫ শতাধিক বাসা-বাড়ির নিরাপত্তায় প্রায় ২০টি রাস্তা/গলিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) রাশিদুল হাসান বিপ্লব, ১নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গনি কুসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার শওকত আলী লাভলু দুঃখু মিয়া বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী. আশুতুষ কর্মকার, স্থানীয় রূপক চন্দ্র আচাযর্যসহ স্থানীয় জনগন। উদ্বোধন পরবতর্ী স্থানীয় জনসাধারনের সাথে কথা বললে তারা জানান, ঘনবসতি হিন্দুপল্লীটি দীর্ঘদিন যাবৎ নিরাপত্তাহীনতা ছিল ।মেয়র আনিছ সাহেবের মহতি উদ্যোগে আজ থেকে আমরা নিরাপদ ভাবে বসবাস করবো।