বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৮, ২০২২ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি, দিগন্তবার্তা,  ২৮ এপ্রিল।।

ময়মনসিংহের ভালুকায় জোরপূর্বক বয়স্ক ভাতার টাকা উত্তোলনসহ হুমকির অভিযোগ পওয়া গেছে ।
উপজেলার ভরাডোবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলামের বিরুদ্ধে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে শরীফ হাসান উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শরীফ জানান, আমিরুল ইসলাম মেম্বার থাকাকালে আমার বাবার কাছ থেকে ২হাজার টাকার বিনিময়ে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেয়। পরবর্তিতে আমার বাবা কে কিছু টাকা দিয়ে বাকী টাকা সে নিয়ে যেত। গত নির্বাচনে আমিরুল পরাজয় বরণ করলে আমার বাবা তাকে না জানিয়ে টাকা উঠিয়ে নিলে মেম্বার ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে শারিরিকভাবে লাঞ্ছিত করে। আমরা এর প্রতিবাদ করলে তিনি আমাদেরকেও মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। গত ২৬ এপ্রিল রাত নয়টায় আমিরুল মেম্বার তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা চালালে আমরা ৯৯৯ সহায়তায় উদ্ধার পাই।
আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবী করছি।

এব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলামের মোবাইল নম্বর ফোন দিলে, তা বন্ধ পাওয়া যাওয়ায়, তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com