বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৫, ২০২২ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ২৫ এপ্রিল।।
ময়মনসিংহ তারাকান্দা উপজেলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল আট কোটি চৌদ্দ লক্ষ টাকা সমমূল্যের সাপের বিষ সহ পাঁচ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ খুরশিদ আলম ভূঁইয়া (৪৫), মোঃ আঃ গফুর (৬১), মোঃ সিরাজুল ইসলাম (৫০), তারিকুল ইসলাম (১৯), রউফ মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে কোবরা সাপে বিষ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫ শত ২৪ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়,  ময়মনসিংহ র‍্যাব-১৪ একটি দল  রোববার (২৪ এপ্রিল ) সোয়া ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন টিউ কান্দা চৌরাস্তা সংলগ্ন জালাল এন্ড সন্স এর পাইকারি মুদির দোকানের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধভাবে আমদানিকৃত কোবরা সাপের বিষ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কথিত সাপের বিষ সহ জেলার তারাকান্দা উপজেলার বাদরাকান্দা এলাকার মৃত আব্দুল কাদের ভূঁইয়ার পুত্র মোঃ খুরশিদ আলম ভূঁইয়া, বালকি নামাপাড়া এলাকার মৃত আবদুল মজিদের পত্র মোঃ আব্দুল গফুর, হরিয়াতলা এলাকার আহমদ আলীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম, রাজধারীকেল এলাকার মোঃ রফিক মিয়ার ছেলে তারিকুল ইসলাম এবং টেংগুলিয়াকান্দা এলাকার আব্দুর রশিদের পুত্র রউফ মিয়া কে  আটক করা হয়। এসময় র‍্যাব-১৪ ধৃত আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে একটি কাচের স্বচ্ছ বাটি যাহার ডাকনা আটা দিয়ে আটকানো ছিল, বাটির ভিতরে রক্ষিত মিছরীর দানা সাদৃশ্য কথিত সাপের বিষ।তার মোট ওজন ১ কেজি ৫শত ৯২ গ্রাম। যার আনুমানিক মূল্য আট কোটি চৌদ্দ লক্ষ টাকা। এছাড়াও কাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন বাংলাদেশি নগদ দুই হাজার পাঁচশত চব্বিশ টাকা উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন যাবৎ এ ধরনের কথিত কোবরা সাপের বিষ আমদানি করে নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করে আসছে বলে জানায়।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,  ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল সাপের বিষ সহ ৫ জনকে আটক করে থানায় দিয়েছে। আসামিদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com